আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না—তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) খুলনায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণার পর পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনীসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। এরপরও জনগণের প্রত্যাশিত একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন শেষ পর্যন্ত হবে কি না—এ নিয়ে জামায়াতে ইসলামীর উদ্বেগ রয়েছে।
তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন ভোটকেন্দ্রের আশপাশে এখনো সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতি রয়েছে, যারা সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, হিন্দু সম্প্রদায়ের ভোটারদেরও ভয় দেখানো হচ্ছে—কেন তারা অন্য দলে ভোট দেবেন। বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করা হয়েছে এবং এর দায় নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন নিরাপদ ও নির্বিঘ্ন করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন উল্লেখ করে তিনি নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টার পূর্ববর্তী বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভোটাররা যেন ঈদের দিনের মতো উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে ধরনের নিরাপদ পরিবেশ তৈরির দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের।
এ সময় তিনি জানান, ১০ দল আলোচনার মধ্য দিয়ে শিগগিরই আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রত্যাহারের দিন বাকি প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করবেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি নির্বাচনে পরিবর্তনের পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
সাজু/নিএ
সর্বশেষ খবর