ঢাকা-১৫ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অবস্থিত ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলীর কাছে ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলটির সিনিয়র নেতারা।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের জানান, দেশের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও দৃঢ় করতে ডা. শফিকুর রহমান এই নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি বলেন, “জামায়াতে ইসলামী সবসময় জনগণের ভোটাধিকারকে সম্মান করে। জনগণের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা।”
তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে—এমন প্রত্যাশা থেকেই জামায়াত নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত রয়েছে।
এর আগে গত ২৫ ডিসেম্বর ডা. শফিকুর রহমানের পক্ষে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ সোমবার (২৯ ডিসেম্বর)।
সাজু/নিএ
সর্বশেষ খবর