এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১ হালুয়াঘাট-ধোবাউড়া আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আলী নূর খানের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট চারজন প্রার্থী।
তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি উপজেলা কমিটির সাবেক নেতা আব্দুল হামিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী ময়মনসিংহ মহানগরের জামায়াতে ইসলাম সদস্য মাহফুজুর রহমান মুক্তা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর