ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জয়পুরহাট ১ও ২ আসনের জন্য বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ১ আসনে ৮ জন এবং ২ আসনে ৬ জন রয়েছেন। জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার আল মামুন মিয়া মনোনয়ন পত্র গ্রহন করেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা প্রদান করেন প্রার্থীরা। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জয়পুরহাট-১ আসনে মনোনয়ন পত্র জমা দেওয়া ৮ জন হচ্ছেন তৌফিকা দেওয়ান (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদী), ফজলুর রহমান সাঈদ (জামায়াত) জালাল উদ্দীন (স্বতন্ত্র), মাসুদ রানা প্রধান (বিএনপি), ওয়াজেদ পারভেজ (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ), সাবেকুন নাহার (স্বতন্ত্র), সুলতান মোঃ শামসুজ্জামান (এবি পার্টি) ও আনোয়ার হোসেন (বাংলাদেশ খেলাফত মজলিস) এবং জয়পুরহাট-২ আসনে জমা দেওয়া ৬ জন প্রার্থী হচ্ছেন এস এম রাশেদুল আলম (জামায়াত), আব্দুল বারী (বিএনপি), আমিনুর ইসলাম (স্বতন্ত্র), গোলাম মোস্তাফা (স্বতন্ত্র), আব্বাস আলী (স্বতন্ত্র) ও এস এ জাহিদ (এবি পার্টি)।
জয়পুরহাট ২ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া গোলাম মস্তোফা ও আব্বাস আলী স্বতন্ত্র হিসেবে তাদের মনোনয়নপত্র জমা দিলেও দুজনেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ ছাড়াও গোলাম মস্তোফা বিএনপি দলীয় সাবেক এমপি এবং নির্বাহী কমিটির সদস্য।
জয়পুরহাট-১ আসনে মনোনয়ন পত্র জমা দিয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, সাধারণ মানুষের ভোট পেয়ে আমি এমপি হবো ইনশাআল্লাহ।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, জয়পুরহাট ১ আসনে ৮ জন ও ২ আসনে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে স্বতন্ত্র রয়েছেন ৫ জন।
উল্লেখ্য, জয়পুরহাট-১ ও জয়পুরহাট-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, এবি পার্টি, বাসদ ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। জয়পুরহাট জেলায় ভোটার সংখ্যা হচ্ছে ৮ লাখ ১৭ হাজার ৯৬৬ জন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর