গণতন্ত্র রক্ষা এবং ভোটাধিকার পারমানেন্ট করতে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের মনোনয়নপত্র দাখিলের আগে দাউদকান্দি ঈদগাঁ মাঠে দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য শুধু দোয়া নয়, আপনারা দয়া করে আমার জন্য এবং আপনাদের স্বার্থ রক্ষার জন্য, গনতন্ত্র প্রতিষ্টা করার জন্য, এদেশে ভোটের অধিকার পারমানেন্টলি প্রতিষ্টা করার জন্য, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, আপনারাও জয়যুক্ত হবেন।
উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আজকে আপনাদের অনুমতি নিয়েই আমি মনোনয়নপত্র দাখিল করবো। যেহেতু কুমিল্লার মধ্যে আমার আসনটির নাম্বার এক, আমার বিশ্বাস আগামী নির্বাচনে আপনাদের সকলের প্রচেষ্টায় ভোটের মাধ্যমে কুমিল্লা-১ এ যদি আমাকে একনাম্বার করতে পারেন, আমার বিশ্বাস আমাকে হয়তো আপনাদের কাছে আল্লাহতালা এবং আমার দল দেশের একনাম্বার করে পাঠাবেন ইনশাআল্লাহ। এবারের নির্বাচন কিন্তু শুধু ভোটের ভোট দিচ্ছি না, দেশের পরিবর্তনের জন্য বিশাল ভূমিকা এই নির্বাচনে আমাদেরকে রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভুইয়া, যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম প্রমূখ। পরে দুপুর সাড়ে ১২টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাছরীন আক্তারের নিকট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ আসনে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর