প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘টেকজুম ডটটিভি’-এর একটি প্রতিবেদন সরাতে ৪ লাখ টাকার লোভনীয় প্রস্তাব ও ফেসবুক পেজ চিরতরে মুছে ফেলার হুমকি দিয়েছে একটি সংঘবদ্ধ চক্র।
সংবাদমাধ্যমটি জানায়, সুমাসটেকের হুন্ডি ব্যবসা, মানিলন্ডারিং এবং অবৈধ পথে মোবাইল এনে দেশের কারখানাগুলো বন্ধের উপক্রম করার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ‘টেকজুম ডটটিভি’। প্রতিবেদনটি প্রকাশের পরপরই একজন অজ্ঞাত প্রেরক ইমেইলের মাধ্যমে যোগাযোগ শুরু করেন। প্রথম ইমেইলেই দাবি করা হয়-সুমাসটেক সংক্রান্ত পোস্টটি দ্রুত মুছে ফেলতে হবে, অন্যথায় টেকজুমের ফেসবুক পেজটি সাইবার হামলার মাধ্যমে মুছে ফেলা হবে।
টেকজুম জানায়, হুমকিতে কাজ না হওয়ায় চক্রটি কৌশল পরিবর্তনের চেষ্টা করে। প্রেরক পোস্টটি সরিয়ে ফেলার বিনিময়ে বড় অঙ্কের অর্থ প্রদানের প্রস্তাব দেয়। তবে টেকজুম টেকজুম কর্তৃপক্ষ নৈতিক অবস্থান বজায় রেখে পোস্ট সরানোর কারণ জানতে চায় এবং আলোচনার জন্য তাদের অফিসের ঠিকানা ও ফোন নম্বর প্রদান করে। কিন্তু প্রেরক কোনো বৈধ আলোচনায় না এসে বারবার সরাসরি টাকা নেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দাবি করতে থাকে।
সর্বশেষ ইমেইলে প্রেরক সরাসরি ৪ লক্ষ টাকা প্রস্তাব করে এবং চূড়ান্ত হুঁশিয়ারি দেয় যে, এটিই শেষ সুযোগ। টাকা না নিয়ে পোস্ট না সরালে পেজটি চিরতরে হারিয়ে যাবে বলে সতর্ক করা হয়।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি পরিকল্পিত ‘ডিজিটাল এক্সটর্শন’। একটি নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর দুর্নীতি আড়াল করতে যেভাবে অর্থ ও প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে, তা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। এর আগে একই চক্রের কারসাজিতে টেকজুম টিভির ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছিল, যা প্রমাণ করে এই সিন্ডিকেটটি কতটা শক্তিশালী ও সুসংগঠিত।
টেকজুম ডটটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই হুমকি ও প্রলোভনের যাবতীয় তথ্য-প্রমাণ ও ইমেইল থ্রেড নিয়ে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। তারা স্পষ্ট জানিয়েছে, কোনো অর্থ বা হুমকির কাছে দুর্নীতির বিরুদ্ধে তাদের লড়াই থেমে থাকবে না।
কুশল/সাএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর