সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গ্রাম্য সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে ঝাড়– মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছেন নারীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার গ্রামে এ কর্মসুচি পালিত হয়।
এদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে সোমবার শাহজাদপুর আমলী আদালতে পৃথক দুইটি মামলা করা হয়েছে।
মানববন্ধনে মিল্কভিটার সাবেক পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম নকির ও আঞ্জুয়ারা খাতুন বলেন, বাঘাবাড়ি বন্দর এলাকায় আধিপত্য বিস্তারের জন্য আফতাব সরকার দীর্ঘদিন যাবত নিজস্ব বাহিনী গঠন করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে।
এলাকায় আতংক সৃষ্টি করতে মাঝে মধ্যেই সে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিয়ে থাকে। এ অবস্থায় পূর্বশক্রতার জেরে ২৫ ডিসেম্বর গ্রামে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আফতাব সরকার শর্টগান দিয়ে গুলিবর্ষণ করে। সংঘর্ষে অন্তত: ২৫জন নারী-পুরুষ আহত হন। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে সোমবার শাহজাদপুর আমলী আদালতে প্রায় ৩০জনের পৃথক দুইটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবি ফিরোজ উদ্দিন রিপন বলেন, আদালত মামলা আমলে নিয়ে তদন্তপূর্বক শাহজাদপুর থানার ওসিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে আফতাব সরকার জানান, আমার ব্যবহৃত অস্ত্রের লাইসেন্স আছে। এসব বিষয় দেখার জন্য আইনের লোক আছেন, তারা দেখবেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ওই সংঘর্ষের সময় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছিলাম। আফতাব সরকার ইতোমধ্যেই থানায় অস্ত্র জমা দিয়ে গেছেন। আদালতে দায়ের হওয়া মামলার বিষয়ে আমি এখনো অবগত নই। তবে নির্দেশনা অনুযায়ী পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর