ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন'বঞ্চিত সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি দলটির নির্বাচনী প্রতীক হাতপাখা নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ঈশ্বরগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহ্ নূরুল কবীর শাহীন বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। ঈশ্বরগঞ্জ উপজেলার তৃণমূল পর্যায়ে আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। সংসদ সদস্য থাকাকালীন সময়ে আমি এলাকায় উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ করেছি এবং পরিচ্ছন্ন রাজনীতির একটি দৃষ্টান্ত স্থাপন করেছি।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, জনগণ আমাকে ভুলে যায়নি। অতীতে যেমন জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও সেবার সুযোগ পাবো। নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আলোকিত ঈশ্বরগঞ্জ গড়ে তুলবো।”
শাহীন জানান, দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত ঈশ্বরগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নের লক্ষ্যেই তিনি এই রাজনৈতিক জোটে যোগ দিয়েছেন এবং জীবনের বাকী সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেই কাজ করতে চান। আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “জনগণের যে বিপুল সাড়া পাচ্ছি, তাতে আমি আত্মবিশ্বাসী—ভোটের মাধ্যমে তারা আমাকে বিজয়ী করবেন।”
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ বলেন,“জোটগতভাবে আমরা জননন্দিত সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীনের মনোনয়নপত্র জমা দিয়েছি। তিনি একজন সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ।”
তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যক্তি বা দলকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাসী নয়; আমরা সততা, যোগ্যতা ও ইসলামী আদর্শকে গুরুত্ব দিই। আসন্ন নির্বাচনে এই যোগ্য প্রার্থীকে বিজয়ী করে ঈশ্বরগঞ্জকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
কুশল/সাএ
সর্বশেষ খবর