বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা বদরুজ্জামান সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে গৌরীপুর উপজেলা প্রশাসনের কার্যালয়ে তাঁর নির্বাচনী মনোনয়ন ফরম পূরণ করে দাখিল করেছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।
মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ, উপজেলা বায়তুলমাল সম্পাদক ও আসন পরিচালনা কমিটির সভাপতি আবুল মুনসুর আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও মাওহা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সুলতান আহমদ, ডৌহাখোলা ইউনিয়ন শাখার আমির মাওলানা ফজলুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি জহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রচার, মিডিয়া, দপ্তর ও যুব বিভাগের সভাপতি আবদুল বারি, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক জোবায়ের হোসাইন, গৌরীপুর পৌর শাখার সভাপতি ডা. আব্দুর নূর, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা শিবিরের সভাপতি সালেহীন কবির, পৌর শাখার সেক্রেটারি মাজহারুল হক, বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি আল মামুন ফকির, গৌরীপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম এবং গৌরীপুর পৌর যুব বিভাগের সভাপতি মোখলেছুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়ন দাখিল শেষে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন যে, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এই প্রার্থী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর