বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশ এক অভিভাবকহীন অবস্থায় পড়েছে। তার স্মরণে এবং রুহের মাগফিরাত কামনায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সাত দিনের শোক ও দোয়া কর্মসূচি পালন করবে।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার থেকে আগামী এক সপ্তাহ দলটির সব কেন্দ্রীয়, মহানগর, জেলা ও উপজেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এ সময় দলের সব স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
এছাড়া নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়সহ বিএনপির সব কার্যালয়ে শোক বই খোলা রাখা হবে।
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ফোন করে বলেন, “আম্মা আর নেই।”
কর্মসূচি ঘোষণার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, এসব কর্মসূচি প্রাথমিকভাবে নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশ-বিদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরাও শোক ও সমবেদনা প্রকাশ করছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর