বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার মৃত্যুর খবরে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে অঙ্গসংগঠনের নেতারা শোক পালনের জন্য জড়ো হন। সকাল থেকে দলীয় কার্যালয়ে হাফেজদের নিয়ে দোয়া ও কোরআন তেলাওয়াত এবং শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজের পর মসজিদ কমিটির পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়। বিভিন্ন মসজিদে মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত চলছে সকাল থেকে।
বিকাল ৫টায় ‘গণতন্ত্রের মা’ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবইতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ বলেন, “আমরা খুবই শোকাহত, বলার ভাষা হারিয়ে ফেলেছি।” সংগীতশিল্পী ও কুমিল্লার সন্তান শিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু শোক জানিয়ে বলেন, “সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। এই শোক সহিবার নয়। এই দেশ একজন অভিভাবক হারিয়েছে। বেগম খালেদা জিয়ার শূন্যতা কখনো পূরণ হবে না।”
কুমিল্লা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শোক প্রকাশ করে বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ জিয়াউর রহমান। আর তার স্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। এদেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের ঐক্যের প্রতীক ছিলেন খালেদা জিয়া। দেশের সংকটময় মুহূর্তেও জনগণ ও দেশকে ছেড়ে যাননি। মহান আল্লাহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক।”
মাসুম/সাএ
সর্বশেষ খবর