বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ময়মনসিংহের গৌরীপুরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর গৌরীপুর পৌর শহরের ঐতিহাসিক শহীদ হারুন পার্কে গৌরীপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন গৌরীপুর পৌর শহরের বড় মসজিদের মুয়াজ্জিন হাফেজ সাইদুর রহমান। দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির হীরা, নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন খোকন, মাহমুদুল কবির হারুন, হারুন অর রশিদ ও বেগ ফারুক আহমেদ।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সদস্য আনোয়ারুল হুদা, গৌরীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক জামাল আহমেদ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিকু সরকার, উপজেলা নবীন দলের সদস্য সচিব আব্দুল বাতেন, পৌর নবীন দলের যুগ্ম আহ্বায়ক মো. সাকিব হোসেন, সুমন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তাসাদদুল করিম, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক জামিল আহমেদ জোবায়েরসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর