সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর ফোন নম্বর ক্লোন করে প্রতারক চক্র বিভিন্ন জনকে ফোন দিয়ে টাকা চাইছে। এমন অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মতিন খান সবাইকে সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানিয়েছেন।
বুধবার বিকেলে ফোন নম্বরটি ক্লোন করা হয়। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বম্ভরপুর আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে কেউ ফোন দিয়ে টাকা চাইলে টাকা না দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মতিন খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তাঁকে অনেকেই জানিয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর