সারাদেশের ন্যায় বছরের প্রথম দিন ময়মনসিংহে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রীয় শোক পালনের কারণে এ বছর আনুষ্ঠানিক বই উৎসব আয়োজন না করে নির্ধারিত নিয়মে বই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্যবই সংগ্রহ করে।
ময়মনসিংহ জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণকালে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
বই বিতরণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। তারা শিক্ষাবর্ষের শুরুতেই বই হাতে পাওয়াকে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। এদিন সকালে ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা যায়, নতুন শিক্ষাবর্ষে সারাদেশে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে মোট ৮ কোটি ৫৯ লাখের বেশি পাঠ্যবই প্রস্তুত করা হয়েছে, যার শতভাগ ইতোমধ্যে সরবরাহ সম্পন্ন হয়েছে। ফলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের শুরুতেই সব পাঠ্যবই পাচ্ছে। তবে মাধ্যমিক পর্যায়ে কিছু পাঠ্যবইয়ের ঘাটতি থাকলেও এনসিটিবি জানিয়েছে, জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছে যাবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর