আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে বরগুনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়। র্যালী শেষে সুবর্ন জয়ন্তী সম্মেলন কক্ষে সমাজসেবার উপপরিচালক মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এম সেলিম শাহনেওয়াজ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান। আলোচনা করেন, সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক ইউসুব আলী, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ ও হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা লায়লা আনজুমান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর