উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪ লাইভ। এই উদ্যোগের মাধ্যমে দেশের উদীয়মান ও প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের অনুপ্রেরণামূলক ব্যবসায়িক যাত্রা সমাজের সামনে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে উদ্যোক্তা হতে উৎসাহিত করাই মূল লক্ষ্য।
এই উদ্যোগের আওতায় বিডি২৪ লাইভের মাল্টিমিডিয়া টিম ভিডিও ও ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে উদ্যোক্তাদের গল্প ধারণ ও উপস্থাপন করবে। এসব কনটেন্ট বিডি২৪ লাইভের প্রায় ৯ মিলিয়ন অনুসারীসমৃদ্ধ ফেসবুক পেজসহ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে প্রচার করা হবে, যাতে দেশ-বিদেশের বিপুল দর্শকের কাছে উদ্যোক্তাদের গল্প পৌঁছে যায়।
বিডি২৪ লাইভ কর্তৃপক্ষ জানিয়েছে, যারা নিজেদের ব্যবসায়িক জীবনের পথচলা, অর্জন, চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা তুলে ধরতে চান- এই প্ল্যাটফর্ম তাদের জন্য উন্মুক্ত। বিশেষ গুরুত্বের সঙ্গে উদ্যোক্তার সংগ্রামের গল্প, ব্যবসা শুরু করার অভিজ্ঞতা, সাফল্যের ধাপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা এই সিরিজে তুলে ধরা হবে।
এ বিষয়ে বিডি২৪ লাইভের পক্ষ থেকে বলা হয়, “প্রতিটি সফলতার গল্পই সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হতে পারে। দেশের উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে নতুন প্রজন্মকে সাহস ও দিকনির্দেশনা দেওয়াই আমাদের লক্ষ্য।”
আগ্রহী ব্যবসায়ী ও উদ্যোক্তারা নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তাদের গল্প পাঠাতে পারবেন। যাচাই-বাছাই শেষে নির্বাচিত গল্পগুলো ধারাবাহিকভাবে বিডি২৪ লাইভে প্রকাশ করা হবে।
গল্প পাঠাতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
মোবাইল- ০১৭১৬-২০২৪৩৪
ই-মেইল- [email protected]
সাজু/নিএ
সর্বশেষ খবর