যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো।’
ভেনেজুয়েলায় সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘আটক’ করার দাবির পর শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমে এসব কথা বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জনগণের জন্য শান্তি চায়। তবে প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফা সামরিক আক্রমণের প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তিনি।
ট্রাম্প আরও বলেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় প্রবেশ করবে। সফল সামরিক অভিযান পরিচালনার জন্য তিনি মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান। তার ভাষায়, ‘গত রাতে মার্কিন বাহিনী যা করেছে, পৃথিবীর আর কোনো দেশ তা করতে পারেনি।’
এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
টানা কয়েক মাসের হুমকির পর শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। একজন মার্কিন কর্মকর্তা এই হামলার বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় রাত ২টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে কারাকাসের আকাশজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং প্রতিরক্ষা বাহিনী মোতায়েনের নির্দেশ দেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর