সিরাজগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। দলের নেতার স্বাক্ষরে গড়মিল থাকায় সিপিবির প্রার্থী আব্দুল হাকিম ও ১ ভাগ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র আলমগীর হোসাইনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। দলের নেতার স্বাক্ষরে গড়মিল থাকায় সিপিবির প্রার্থী মতিয়ার রহমান ও ১ ভাগ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির মনোনয়ন বঞ্চিত তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক গোলাম মওলা খান বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সিরাজগঞ্জ- ৬(শাহজাদপুর) আসনে ১৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বিএনপির মনোনয়ন বঞ্চিত শফিকুল ইসলাম ছালামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ১ ভাগ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ও স্বতন্ত্র প্রার্থী ওয়াসেক ইকবাল খান মজলিসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে মোট ৪৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাচাইয়ে মোট ১৩জন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে ৩২জন বৈধ প্রার্থী রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর