জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (জেসিসিআই) নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আজ সোমবার স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই জয়পুরহাট চেম্বারের ২০২৬-২০২৭ নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল হক আনু মণ্ডলের নিকট দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি আবদুল হাকিম মণ্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির, জয়পুরহাট জেলা জজ কোর্টের জিপি এ্যাডভোকেট সালামত আলী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহনুর রহমান শাহীন, জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু, অতিরিক্ত কর কমিশনার ফরহাদ আলী।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলা চেম্বারের নবনির্বাচিত কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর