শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের মেয়াদেই শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদি হত্যার ঘটনায় শিগগিরই চার্জশিট দেওয়া হবে। এ মামলায় ইতোমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সরকারের সময়েই বিচারকাজ সম্পন্ন করা হবে।’
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের সময় সবাইকে বিধি-নিষেধ মেনে চলতে হবে।’
তিনি সতর্ক করে বলেন, ‘যারা ভোট বানচাল করতে চায়, তাদের কঠোরভাবে দমন করা হবে। দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।’
সাজু/নিএ
সর্বশেষ খবর