সারা দেশে জেঁকে বসেছে শৈত্যপ্রবাহ। কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে পূর্বাভাস পাওয়া গেছে, আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের বিভিন্ন বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার (৫ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি লেখেন, সোমবার সন্ধ্যার পর থেকে মঙ্গলবার রাত পর্যন্ত দেশের আট বিভাগের বিভিন্ন জেলা মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় মঙ্গলবার দুপুর ১২টার আগে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে সকাল ১০টার পর সূর্যের আলো দেখা যেতে পারে।
পোস্টে আরও বলা হয়, মঙ্গলবার সকালে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়তে পারে। সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সোমবার রাত থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। চলতি মাসে এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, চলমান শৈত্যপ্রবাহ ও কুয়াশা আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
শৈত্যপ্রবাহের কারণে বিশেষ করে শিশু, বয়স্ক ও নিম্নআয়ের মানুষেরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। এ অবস্থায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর