সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংশিয়া এলাকায় সুন্দরবন থেকে লোকালয়ে প্রবেশ করা একটি হরিণ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে সুন্দরবন সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় হরিণটিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় এলাকাবাসী বিষয়টি নজরে আনেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিকভ্রান্ত হয়ে হরিণটি সুন্দরবনের গহীন অরণ্য থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। হরিণটি যেন কোনো ধরনের ক্ষতির শিকার না হয়, সে জন্য স্থানীয়রা দ্রুত সচেতনতার পরিচয় দেন। তারা হরিণটিকে নিরাপদ স্থানে আটকে রেখে বন বিভাগকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, নদীভাঙন, খাবারের সংকট ও আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে মাঝেমধ্যেই সুন্দরবনের বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। বন বিভাগ আরও জানায়, উদ্ধারকৃত হরিণটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে হরিণটিকে পুনরায় সুন্দরবনের নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর সচেতনতা ও মানবিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেছেন বন বিভাগের কর্মকর্তারা। তারা বলেন, বন্যপ্রাণী রক্ষায় সাধারণ মানুষের এমন দায়িত্বশীল আচরণ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর