ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে সরকারি নানা কর্মসূচিতে নিষেধাজ্ঞা থাকলেও নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দুটি গুরুত্বপূর্ণ সামাজিক সহায়তা কার্যক্রম—ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ও মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি)—বন্ধ হচ্ছে না। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এসব কর্মসূচি জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-০২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক থেকে বিষয়টি জানাগেছে।
চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি) ও ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রম জেলা প্রশাসনকে সম্পৃক্ত করে চলমান রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
কমিশনের সিদ্ধান্ত অনুসারে নির্বাচনি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত উল্লিখিত প্রকল্প দুটি জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে পরিচালনা করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে অনুরোধ করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর