বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় রাজবাড়ীর পাংশা উপজেলা শ্রমিকদলের উদ্দোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা শ্রমীকদলের কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমীকদলের সভাপতি আনছার আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান মিয়ার সার্বিক তত্তাবধানে প্রধান অতিথী ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-এ বিএনপি মনোনীত এমপি প্রার্থী হারুন অর রশিদ।
বিশেষ অতিথী ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম আকুল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি এবং সাবেক ভিপি জিএস হাবিবুর রহমান রাজা, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান।
বিশেষ অতিথী হিসেবে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন।
উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মিয়া সেলিম, জেলা ছাত্রদল নেতা সজীব রাজা, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি সাবু, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।
উপজেলা শ্রমীকদলের সাংগঠনিক সম্পাদক ইমরাজুল ইসলাম বিদু, দোয়া পরিচালনা করেন, হাজেফ মাও: সাইফুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রভাষক আলমগীর হোসেন।
দোয়া অনুষ্টান শেষে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর