জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির(জবিরিইউ) জরিপে ভিপি , জিএস ও এজিএস পদে এগিয়ে ছিল শিবির সমর্থিত প্রার্থীরা। জকসুর (জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ) ফলাফলেও দেখা যায় শীর্য এই তিন পদেই শিবির প্রার্থীদের জয়জয়কার ।
দীর্ঘ ৩৮ বছর পর বহুল প্রতীক্ষিত জকসু নির্বাচন গত মঙ্গলবার (৬ জানুয়ারি ) অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে এ ভোটগ্রহণ চলে বিকেল পর্যন্ত । জকসু নির্বাচনে মোট ভোটার ছিলো ১৭ হাজার ৮৭৯ জন। ভোট দিয়েছেন ১১ হাজার ৮৩৩ জন। অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৪৬ জন। ভোটার উপস্থিতি ছিলো ৬৬.১৮ শতাংশ। গত ২৫ নভেম্বর জবিরিইউ ভিপি পদের জরিপে ৫০.৩ শতাংশ ভোট পেয়ে ভিপি পদে এগিয়ে ছিলেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। একই জরিপে ৪০.৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী রাকিব। জকসুর ফলাফলেও এই চিত্রের প্রতইফলন দেখা যায় । ভিপি পদে মোট ভোট পরে ১০৮৩৫ । তন্মধ্যে ৫১.২৯ শতাংশ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয় রিয়াজুল এবং ৪৩.২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিল রাকিব।
গত ২৬ নভেম্বরে জবিরিইউর জিএস পদের জরিপ অনুযায়ী সর্বোচ্চ ৩৫.৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন শিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলের জিএস প্রার্থী আবদুল আলিম আরিফ। জরিপে ১৬.৪ শতাংশ ভোট পাওয়া জিএস পদপ্রার্থী খাদিজাতুল কুবরা জকসুর চূড়ান্ত ফলাফলে ২০.৫২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। গত ২৯ নভেম্বর জবিরিইউ এজিএস পদের জরিপে ৩৮.২ শতাংশ ভোট নিয়ে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন স্বতন্ত্র প্রার্থী তামজিদ ইমাম অর্ণব। তবে পরবর্তীতে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।ফলে জরিপে নিকটবর্তী অবস্থানে থাকা ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী মাসুদ রানা জকসুর ফলাফলে ৪৬.৪২ শতাংশ ভোট পেয়ে এজিএস নির্বাচিত হন। জরিপে তৃতীয় অবস্থানে থাকা বিএম আতিকুর রহমান তানজিল ৩৭.১৯ শতাংশ ভোট পেয়ে মাসুদ রানার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর