বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রবিবার সিরাজগঞ্জে আসছেন। বগুড়া যাবার পথে রবিবার (১১ জানুয়ারি) বিকেল ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নে অবস্থিত বিসিক শিল্প নগরীতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি অংশ নিবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, দীর্ঘদিন পর দেশে ফেরার পর প্রথম ঢাকার বাইরে সিরাজগঞ্জে তারেক রহমানের আগমনের কথা শুনে সকল স্তরের মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তরুন প্রজন্মের অহংকার তারেক রহমানের আগমনে বিশেষ করে তরুনদের মধ্যে ব্যাপক উৎসাহ শুরু হয়েছে।
তিনি বলেন, তারেক রহমান সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্য জেলা বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিবেন এবং দেশবাসীর কাছে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইবেন। দোয়া মাহফিলে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত থাকবেন বলে তিনি আশা ব্যক্ত করবেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে বিসিক শিল্পপার্ক এলাকা পরিদর্শন করা হয়েছে।
বুধবার থেকে মঞ্চ নির্মাণ কাজ শুরু করা হবে। শনিবার সন্ধ্যায় শহর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করা হয়েছে। তিনি জানান, তারেক রহমানের আগমনে কোন আনন্দ মিছিল হবে না তবে সাংগঠনিকভাবে ব্যাপক কার্যক্রম করা হচ্ছে।
শনিবার সন্ধ্যার পর সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সকল উপজেলা বিএনপির সভাপতি-সাধারন সম্পাদক নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। প্রস্তুতি সভায় স্থায়ী কমিটির সদস্য সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত থেকে তারেক রহমানের আগমন এবং দোয়া মাহফিল সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা প্রকাশ করবেন।
তিনি বলেন, তারেক রহমানের আগমনের সংবাদ শুনে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে। ধারনা করা হচ্ছে মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে জেলার সকল মাদ্রাসার ছাত্র ও মসজিদের ইমামসহ লক্ষাধিক মানুষ অংশগ্রহন করবেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর