টানা কয়েক দিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল দেশ। এর প্রভাবে সারা দেশেই তীব্র শীত অনুভূত হয়েছে। এরই মধ্যে চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবার (৬ জানুয়ারি)। এদিন রাজশাহীতে তাপমাত্রা নেমে আসে ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা এখন পর্যন্ত এ মৌসুমের সর্বনিম্ন।
একই সঙ্গে দেশের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তবে কুয়াশার চাদর ভেদ করে সূর্যের দেখা মেলায় দিনের বেলায় কিছুটা কমেছে শীতের তীব্রতা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বুধবার ও বৃহস্পতিবারও সূর্যের দেখা মিলতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং শীতের অনুভূতিও কিছুটা কমতে পারে। তবে আগামী শুক্রবার থেকে আবার তাপমাত্রা কমে সারা দেশে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ঢাকাসহ দেশের অনেক এলাকায় কুয়াশা কেটে গিয়ে রোদের দেখা মিলেছে। এর ফলে দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে। এই প্রবণতা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আকাশ পরিষ্কার থাকলে রাতের তাপমাত্রা আবার কমে যেতে পারে, এতে রাতে শীতের অনুভূতি বাড়তে পারে।
এদিকে মঙ্গলবারও রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এসব এলাকায় ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মৃদু এবং ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করেছে। বুধবারও এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবারও দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
তাপমাত্রার হিসেবে মঙ্গলবার রাজশাহীতে সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৫ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে ৮ দশমিক ৫ ডিগ্রি এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর