ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাথী আক্তার নামের এক নারী কারারক্ষী ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন। এ সময় ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
বুধবার (৭ জানুয়ারি) ভোরে ঢাকা-মাওয়া হাইওয়ের কেরানীগঞ্জের মুজাহিদ নগর আন্ডারপাস থেকে ঝিলমিল যাওয়ার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, তিনি বর্তমানে কারা অভ্যন্তরে স্টাফ কোয়ার্টারে পরিবারসহ বসবাস করেন। ভোর ছয়টার দিকে ডিউটির উদ্দেশ্যে কেন্দ্রীয় কারাগার অফিস থেকে ভোর সোয়া ছয়টার দিকে সিএনজিতে চড়ে শ্যামলী মানসিক হাসপাতালে মহিলা আসামীর নিরাপত্তা ডিউটির উদ্দেশ্যে যাওয়ার পথে অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী সিএনজির গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকাসহ সর্বমোট প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল ছিনিয়ে নেয়। এ সময় তিনি চিৎকার চেঁচামেচি করলে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোশাররফ হোসেন জানান, এই ঘটনায় লিখিত অভিযোগের পরে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর