মুস্তাফিজুর রহমান ইস্যুতে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। আইপিএল থেকে টাইগার পেসারকে বাদ দেওয়াকে কেন্দ্র করে পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে আইসিসিকে সরাসরি জানিয়েছে বিসিবি।
আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪ টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্তারা। যেখানে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ছিলেন ফারুক আহমেদ সহ আরো বেশ কয়েকজন পরিচালক।
বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল জানান, ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে আবারও আইসিসির সঙ্গে কথা বলবে বিসিবি।
বুলবুল বলেন, 'ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। আজ অথবা আগামীকাল আবার আইসিসিকে চিঠি দেয়া হবে।'
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, “আমাদের জাতির মর্যাদা ও নিরাপত্তার বিনিময়ে বিশ্বকাপ খেলতে চাই না। আমরা নিরাপত্তাকে মুখ্য করে দেখছি এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আপস করব না। আমরা আইসিসিকে বোঝাতে সক্ষম হব বলে মনে করি।”
বিসিবি সভাপতি আরও জানান, “আমরা অবশ্যই বিশ্বকাপে খেলতে চাই, তবে এটি সম্পূর্ণ নিরাপত্তার ওপর নির্ভর করছে। এর আগে আমরা নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন তুলি নি।”
আইসিসির ফিরতি মেইল অনুযায়ী, “আজ রাতেই আইসিসিকে অবহিত করা হবে” বলেও জানিয়েছেন বুলবুল। তিনি আরও উল্লেখ করেছেন, “আইসিসির বক্তব্য নিয়ে প্রোপাগান্ডা চালানো হয়েছে। আমাদের যুক্তি আমরা তুলে ধরব এবং আমাদের সিদ্ধান্তের বিষয়ে অনড় থাকব।”
মাসুম/সাএ
সর্বশেষ খবর