রৌমারীতে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে রৌমারী সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন শুভ উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোক্তার হোসেন,রৌমারী সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শারিরীক শিক্ষার শিক্ষকগণ, শিক্ষার্থী,সাংবাদিকসহ প্রমুখ। বিভিন্ন স্কু্লের শিক্ষার্থীরা ব্যাডমিন্টন,ভলিবল, অ্যাথলেটিক সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।
রৌমারী উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন। অনুষ্টানটি রৌমারী সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোয়াক্ষের আলম সোনা সঞ্চালনা করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর