বাংলাদেশের মর্যাদা এবং ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নে আপস না করে ভারতের মাটিতে খেলতে চায় না বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, 'আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোন আপোষ করবো না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলংকা, আমরা সেখানে খেলতে চাই।'
তিনি আরো বলেন, 'এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেনো অনড় আছি, আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে।'
বিতর্কিতভাবে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরেই গত কয়েকদিনে উত্তাল ছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। বিশ্ব ক্রিকেটেও এ নিয়ে চলেছে আলোচনা-সমালোচনা। বাংলাদেশ জানিয়েছে, যেখানে আইপিএলে অংশ নেওয়া একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না ভারত, সেখানে আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতের মাটিতে খেলতে চায় না।
এ প্রসঙ্গে আজ সচিবালয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, “আমাদের জাতির মর্যাদা ও নিরাপত্তার বিনিময়ে বিশ্বকাপ খেলতে চাই না। আমরা নিরাপত্তাকে মুখ্য করে দেখছি এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আপস করব না। আমরা আইসিসিকে বোঝাতে সক্ষম হব বলে মনে করি।”
বিসিবি সভাপতি আরও জানান, “আমরা অবশ্যই বিশ্বকাপে খেলতে চাই, তবে এটি সম্পূর্ণ নিরাপত্তার ওপর নির্ভর করছে। এর আগে আমরা নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন তুলি নি।”
আইসিসির ফিরতি মেইল অনুযায়ী, “আজ রাতেই আইসিসিকে অবহিত করা হবে” বলেও জানিয়েছেন বুলবুল। তিনি আরও উল্লেখ করেছেন, “আইসিসির বক্তব্য নিয়ে প্রোপাগান্ডা চালানো হয়েছে। আমাদের যুক্তি আমরা তুলে ধরব এবং আমাদের সিদ্ধান্তের বিষয়ে অনড় থাকব।”
সাজু/নিএ
সর্বশেষ খবর