ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল প্রায় ৭ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে আবার ফেরি চলাচল শুরু করে। এর আগে বুধবার রাত সাড়ে ১টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বুধবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা বাড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। একপর্যায়ে রাত ১টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথের দিক-নির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, বুধবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা যায়। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আবারও ফেরি পারাপার চালু করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর