নির্বাচনী ব্যয় মেটাতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশের মাত্র তিন দিনে বিপুল পরিমাণ টাকা অনুদান পেয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এ সংক্রান্ত একটি হিসেব ৭ জানুয়ারি দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বিডি২৪লাইভের পাঠকদের জন্য তার (ব্যারিস্টার ফুয়াদ) পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
প্রিয় দেশবাসী, আমার আসনে ভোটার সংখ্যা কমবেশী ৩,৩২,১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা মোতাবেক ১০ টাকা জনপ্রতি আমার খরচের সীমা ৩৩ লক্ষ ২১ হাজার দশ টাকা। আমার পেইজ ও আইডি অ্যাডমিন আমাকে জানিয়েছে যে ৭ জানুয়ারী ২০২৬ পর্যন্ত জমা হয়েছে -
বিকাশ মারফত ১৯, ২৩, ৫৫২ টাকা। নগদ মারফত ২,৩৫,০৫৬ টাকা। ব্যাংকে- ১৮, ০৭, ৯৪৮ টাকা। মোট অনুদান এসেছে ৩৯, ৬৬, ৫৫৬ টাকা।
দেশ/প্রবাস থেকে যারা অনুদান দিয়েছেন, তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হাজার হাজার ভালোবাসার মানুষ ফোন করেছেন, ম্যাসেজ দিয়েছেন যাদেরকে উত্তর দেয়া সম্ভব হয়নি বলে আন্তরিকভাবে দুঃখিত। অতিরিক্ত অনুদানের ব্যাপারে নির্বাচন কমিশনের পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত নেয়া হবে। স্বচ্ছতার স্বার্থে অনুদান সংক্রান্ত সকল কাগজপত্র নির্বাচনের দিন পর্যন্ত অডিট করে প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেয়া হবে। নির্বাচন কমিশন বা সরকারের অন্য যে কোন আর্থিক রেগুলেটরি প্রতিষ্ঠান অডিট করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে। শুকরিয়া।
এর আগে গত ৪ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তার নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে সকলের আর্থিক সহযোগিতা চেয়েছেন।
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে নির্বাচন করছি। নদী ঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলে নির্বাচনী প্রচারনার খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া এবং আর্থিক সহযোগিতা।
তিনি আরও লিখেছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা চলমান রাখা শত শত শহীদদের রেখে যাওয়া আমানত। আসুন, সকলে মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি, ইনসাফ ও আজাদির লড়াইটা চালিয়ে যাই।
এরপর তিনি লিখেছেন, জনতার টাকায় জনমুখী রাজনীতিতে যারা সাহায্য করতে চান তারা যেন তার দেওয়া বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবে টাকা পাঠান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর