রাশিয়া থেকে তেল আমদানি করায় ভারতকে আরো কঠোর ‘শাস্তি’ দিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতসহ বেশ কিছু দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই মার্কিন কংগ্রেসে এ-সংক্রান্ত বিল পেশ হতে চলেছে বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম। খবর এনডিটিভির।
বিলটির গুরুত্ব ব্যাখ্যা করে লিন্ডসে গ্রাহাম সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে লেখেন, ‘এর ফলে যেসব দেশ সস্তায় রাশিয়ার তেল কিনে পুতিনকে যুদ্ধে সহায়তা করছে, তাদের শাস্তি দিতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প।’ রাশিয়া থেকে এখনো তেল আমদানি অব্যাহত রাখা দেশগুলোই এই শাস্তি পাবে বলে জানিয়েছেন তিনি। লিন্ডসে তার পোস্টে ভারত ছাড়াও ব্রাজিল ও চিনের নাম উল্লেখ করেছেন।
রাশিয়া থেকে অশোধিত তেল কেনায় ভারতের ওপরে বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ভারতীয় পণ্যে তাদের মোট শুল্ক ৫০ শতাংশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসেবেও রুশ তেল আমদানি বন্ধ করার চাপ রয়েছে নয়াদিল্লির ওপর। তাছাড়া রাশিয়ার দুই তেল সংস্থা রসনেফ্ট ও লুকঅয়েলের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ট্রাম্প প্রশাসন। গত রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ার সঙ্গে ভারত বাণিজ্য করছে। আমরা ওদের ওপর খুব তাড়াতাড়ি আরো বেশি শুল্ক চাপাতে পারি।’
গ্রাহাম ও ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল বিল তৈরি করেছেন। এই বিল রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং অন্যান্য পণ্য আমদানি করা দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক এবং দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্প প্রশাসনকে ক্ষমতা দেবে। এর উদ্দেশ্য হলো রাশিয়ার সামরিক কর্মকাণ্ডে অর্থায়নের উৎস বন্ধ করা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর