ধানের শীষ আমাদের জন্য নিয়ামত, ধানের শীষের কারনে আমরা আজ ঐক্যবদ্ধ, আগামী দিন গুলোতে আমরা ঐক্য বন্ধ থেকে কাজ করব, আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন বাড়ি বাড়ি গিয়ে মাথায় হাত দিয়ে বা ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে ভোট চাইলে আমাদের দলের একটা স্টাজিতো আছে আমরাও তা নিয়ে কাজ করব।
আমাদের সর্বজন শ্রদ্ধেয় সাবেক এমপি নাসিরুল হক সাবু সাহেব আমাদের সাথে কাজ করবেন তিনি এ দলের নেত্বত্র দিবেন বলে আমরা বিশ্বাস করি, তার সাথে আমরা কেউ এমন আচরন করব না তিনি যেন কষ্ট না পায়।
পাংশা উপজেলা ও পৌর কৃষক দলের পরিচিত সভায় বক্তব্য কালে এসব কথা বলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজবাড়ী ২ আসনে ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে পাংশা শহরের আব্দুল মালেক প্লাজায় বিশ্বাস কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কৃষক দলের পাংশা উপজেলা ও পৌর কৃষক দলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা কৃষক দলের সভাপতি মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজবাড়ী -২ আসনে বিএনপির মনোনিত প্রার্থী হারুন অর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা,পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, রাজবাড়ী জেলা কৃষক দলের আহবায়ক মো আয়ুব আলী, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহ আলম, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পাংশা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিপু মিয়া,পাংশা পৌর কৃষক দলের সভাপতি দেলোয়ার সরদার, সাধারণ সম্পাদক মহিদ প্রমুখ।
এ সময় পাংশা উপজেলা ও পৌর কৃষক দলের পরিচিতি সভায় কৃষক দলের সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ পরিচিতি সভায় বিএনপি যুবদল কৃষকদলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী ১২ ফ্রেরুয়ারীর নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন সেই সাথে সকল নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে সাক্ষাৎ ও ভোট প্রার্থনা করার অনুরোধ জানান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর