কুমিল্লার মনোহরগঞ্জে এক মানব পাচারকারীকে আটক করেছে যৌথবাহিনি। মঙ্গলবার রাত ৯.৪৫টার সময় মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন মোঃ রেজওয়ান হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত অভিযানে মানব পাচারকারী সদস্য আব্দুল কাইয়ুম (৪৬)কে গ্রেপ্তার করে।
মনোহরগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা যায় - বিপুলাসার গ্রামের মৃত হাজী আব্দুর রশিদের ছেলে মানব পাচারকারী সদস্য, আব্দুল কাইয়ুম দীর্ঘ দিন থেকে মানব পাচারের কাজ করে আসছে। বিদেশ নেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষ থেকে টাকা নিয়ে প্রতারণা করাই ছিলো তার পেশা।ক্ষতিগ্রস্ত মানুষের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী উপজেলার বিপুলাসার এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বিপুলাসার গ্রামের মৃত হাজী আব্দুর রশিদের ছেলে মানব পাচারকারী সদস্য, আব্দুল কাইয়ুম (৪৬)কে গ্রেপ্তার করে। পরে তাকে মনোহরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহিনুর ইসলাম বলেন আবদুল কাইয়ুমের বিরুদ্ধে আদালতে মানব পাচারের মামলায় ওয়ারেন্ট ছিলো। তাকে গ্রেপ্তার করা হয়েছে।আমরা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর