বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর তেল পরিবহন পাইপলাইন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার হাদি ফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে পাইপলাইনের ওপর টিনের ভাড়াঘর তৈরি করে গোপনে তেল চুরির কর্মকাণ্ড চলছিল দীর্ঘদিন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেল ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বিপিসি কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিলগালা করে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি প্রায় এক মাস আগে ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে বিপিসির তেল পাইপলাইনের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করেন। পরবর্তীতে সুযোগ বুঝে তিনি পাইপলাইনে ফুটো করে অবৈধভাবে তেল চুরি করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে তেলের চাপ বেড়ে যাওয়ায় আশপাশের এলাকা থৈ থৈ করে। স্থানীয় অনেককে বোতল ভরে তেল নিতে দেখা গেছে। মাটির প্রায় ১২ ফুট নিচ দিয়ে যাওয়া পাইপলাইন ফুটো করার কাজে ব্যবহৃত ড্রিল মেশিন, তেলের ড্রাম ও কনটেইনার পাওয়া গেছে ওই ঘরে। টিনশেড ঘরটির মালিক নুর জাহান প্রায় এক মাস আগে প্রকৌশলী পরিচয়ে আসা খুলনার আমিরুল ইসলাম নামের একজনকে ঘরটি ভাড়া দেন। জিজ্ঞাসাবাদের জন্য নুর জাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা গুপ্তখাল থেকে পরিবেশবান্ধব, ঝুঁকিমুক্ত, পরিবহন ব্যয় সাশ্রয়ী পদ্ধতিতে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো ও কুমিল্লায় জ্বালানি তেল পাঠানো হয় ওই পাইপলাইন দিয়ে। এ লাইনে ঘণ্টায় ৩২০ মেট্রিকটন জ্বালানি পাঠানোর সক্ষমতা থাকলেও প্রাথমিক পর্যায়ে ঘণ্টায় ২৬০-২৮০ টন পাঠানো হচ্ছিল। পাইপলাইনের ক্ষয়ক্ষতি ও চুরি হওয়া তেলের পরিমাণ নিরূপণে বিপিসির ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মিজানুর রহমানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন বিপিসির পরিচালক (অপা. ও পরি.) ড. এ কে এম আজাদুর রহমান। তিনি বলেন, পাইপলাইনের নিরাপত্তার জন্য কিছু স্বয়ংক্রিয় সিস্টেম কার্যকর থাকার কথা। এরপরও কীভাবে তেল চুরির ঘটনা ঘটলো তা তদন্তে জানা যাবে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে বাংলাদেশ পেট্রোলিয়ামে কথা বলে তেলের লাইন বন্ধ করা হয়েছে। এ ঘটনায় ঘরের মালিকের স্ত্রীকে আটক করা হয়েছে। ঘর ভাড়া নিয়ে তেল চুরি করা ব্যক্তিকে সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর