কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী, লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর টাঙ্গাইল শহরের বাসা "সোনার বাংলা"-তে যান স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। এ সময় সালাউদ্দিন আলমগীর রাসেলের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুজন একে অপরের শারীরিক কুশলাদি বিনিময় সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় সালাউদ্দিন আলমগীর রাসেল কাদের সিদ্দিকীকে আনুষ্ঠানিকভাবে জানান যে, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন হতে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কাদের সিদ্দিকীর কাছে দোয়া চান। জবাবে কাদের সিদ্দিকী সালাউদ্দিন আলমগীর রাসেলকে শুভ কামনা জানান।
সাক্ষাতকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল সাংবাদিকদের বলেন, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের সাথে সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। আমরা চাই একটি শান্তিপূর্ণ, প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
উল্লেখ্য, কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে কাদের সিদ্দিকী এ আসন হতে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেন। ২০০১ সালে তিনি কৃষক শ্রমিক জনতা লীগের মনোনয়নে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সব দলের অংশগ্রহণ না থাকার অভিযোগ তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করছে না।
মাসুম/সাএ
সর্বশেষ খবর