ঢাকা সিলেট মহাসড়কের নুসরত পুর রেল ক্রসিংয়ে হবিগঞ্জ ডিবি পুলিশ অভিযান চালিয়ে পাথরের নীচে ভারতীয় চোরাই মাল পেয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে হবিগঞ্জ পুলিশ সুপার ইয়াসমিন খাতুনের নির্দেশনা মোতাবেক হবিগঞ্জ গোয়েন্ধা শাখার পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ডিবির ওসি একেএম শামীম হাসান এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে একটি সিলেটের সীমান্তবর্তী জাফলং এলাকা থেকে পাথর বোঝাই ট্রাক ঢাকা যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের নুসরত পুর রেল ক্রসিংয়ে উক্ত স্থানে আটক করে চেকিং করেন। এসময় ট্রাকের সব পাথর সরিয়ে নীচে আমদানি নিষিদ্ধ ৮৮ বস্তা ভারতীয় জিরা ২৬৪০ কেজি উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় ২০ লক্ষ টাকা। এসময় মোঃ শহিদুল (৫১) পিতা আবুল হাশেম, সাং গোয়াবাড়িয়া , থানা হিজলা জেলা বরিশালকে ট্রাকসহ আটক করা হয়।
এব্যাপারে হবিগঞ্জ ডিবির ওসি একেএম শামীম হাসান বলেন, শায়েস্থাগঞ্জ থানায় একজনের নাম উল্লেখ করে গং২/৩ জনের নামে মামলা হয়েছে। তদন্তে যাদের নাম আসবে তাদেরকে পরবর্তীতে আসামি করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর