ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি সাংবাদিক মো. রইছ উদ্দিন বর্ষসেরা গুণীজন সম্মাননা-২০২৫ লাভ করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি/২৬) গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের তৃতীয় পর্বে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
জুলাই আন্দোলনে শহীদ গৌরীপুরের রাকিব, বিপ্লব ও জুবায়েরসহ জুলাই যোদ্ধাদের জীবনসংগ্রাম নিয়ে দৈনিক যুগান্তরে প্রকাশিত ১১টি মানবিক প্রতিবেদন, রেলপথ, সড়ক, খাল, বিদ্যুৎ ও সোলার প্রকল্পে অনিয়ম-দুর্নীতি নিয়ে ২৭টি অনুসন্ধানী প্রতিবেদন এবং আলু থেকে পচনশীল পলিথিন, বেগুন গাছে টমেটো ও ঢেঁড়শ গাছ থেকে পাটের আঁশ উদ্ভাবন বিষয়ে প্রকাশিত ৩টি ব্যতিক্রমী উদ্ভাবনী সংবাদ দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এসব গুরুত্বপূর্ণ ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক।
এছাড়াও ২০২৫ সালে মহান মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ প্রতিবেদনে তাঁর লেখা— ‘যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করি পাঁচ দশকেও তা পূর্ণ হয়নি’ এবং ‘পানি পানি বলে চিৎকার করা হাতেমের গলা কাটে ইদ্রিছ’ শিরোনামের সংবাদ ব্যাপকভাবে প্রশংসিত হয়। মানবিক প্রতিবেদনের মধ্যে উল্লেখযোগ্য— ‘বাবা ডাক শোনা হলো না শহীদ রাকিবের ‘আমার পুত নাই আছে শুধু ছবি’’, ‘দেশে প্রথম কারফিউ ভেঙে তিন শহিদ’, ‘আন্দোলনে আহত মোশাররফকে নেওয়া হলো থাইল্যান্ডে’, ‘দুই পায়ে গুলিবিদ্ধ মোশারফের চিকিৎসা চলছে ব্যাংককে’, ‘শহিদ রাকিবের নবজাতক কন্যার পাশে ডিসি’ এবং ‘শহিদ রাকিব মেয়েকে জুলাই বিপ্লব খচিত লকেট উপহার’। অনিয়ম ও দুর্নীতিবিষয়ক প্রতিবেদনের মধ্যে ছিল— ‘গৌরীপুরে মৃত গ্রাহকদের পল্লী বিদ্যুতের উকিল নোটিশ’, ‘গরিবের চালে ধনীর থাবা’, ‘সড়ক কার্পেটিংয়ের পরেই ধস’ এবং ‘শত কোটি টাকার সড়কে জনদুর্ভোগ’।
অনুষ্ঠানে আরও গুণীজন সম্মাননা প্রদান করা হয়— নিজগ্রামে চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করে লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবা দেওয়া স্বাধীনতাপদকপ্রাপ্ত চিকিৎসক ডা. একেএম মুকতাদির, বিনামূল্যে চিকিৎসা দিয়ে ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. আব্দুল মান্নান (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মণ্ডল ও আব্দুল হান্নান, জুলাই যোদ্ধা শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিব, শহীদ বিপ্লব হাসান ও শহীদ জুবায়ের আহমেদ (পক্ষ থেকে স্বজনেরা ক্রেস্ট গ্রহণ করেন), বিশিষ্ট লেখক-সাংবাদিক আজম জহিরুল ইসলাম (মরণোত্তর), কাজী এম এ মোনায়েম (মরণোত্তর), হুমায়ুন কবির, শামীম খান, হলি সিয়াম শ্রাবণ, সংগীতে গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা এম এ হাই এবং চায়ের দোকানে পাঠাগার গড়ে দেশজুড়ে আলোচিত যুবক হারুন মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল হোসেন। বক্তব্য দেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানজুড়ে গুণীজনদের অবদান স্মরণ, শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর