বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
আজ দুপুরে তারেক রহমান নিজে এই জরুরি বৈঠকের ডাক দিয়েছিলেন। বিএনপির এক সিনিয়র নেতা জানিয়েছেন, এটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয় এবং নির্দিষ্ট এজেন্ডা নেই। তবে বৈঠকটি গুরত্বপূর্ণ, কারণ এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান নির্বাচিত করার প্রক্রিয়া এগোতে পারে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর পর দল ধীরে ধীরে শোক কাটিয়ে উঠছে। নতুন বছর ও সামনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণে পরামর্শ দিয়েছেন।
গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, দুই-এক দিনের মধ্যে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর