কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে নারকেল গাছ থেকে পড়ে মোঃ ফরিদ উদ্দিন (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যের মর্মান্তিক মৃত্যু খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর পূর্বপাড়ার বড়বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ উদ্দিন ওই গ্রামের বাসিন্দা ও ভারেল্লা উত্তর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় সূত্র ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান জানান, ফরিদ উদ্দিন নিজ বাড়ির নারকেল গাছে উঠলে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান আরও জানান, দুর্ঘটনাজনিত মৃত্যু হওয়ায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার রাত ৯টার দিকে মরহুমের জানাজা সম্পন্ন করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।নিহত ফরিদ উদ্দিন মৃত্যুকালে ৪ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে গেছেন।
এ বিষয়ে ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইস্কান্দার আলী ভূঁইয়া আমির বলেন, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের মাধ্যমে আমি জানতে পারি সাবেক ইউপি সদস্য ফরিদ উদ্দিন নারকেল গাছ থেকে পড়ে মারা গেছেন এবং রাতেই তার দাফন সম্পন্ন হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ঘটনার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর