মানিকগঞ্জে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামেগঞ্জে শীতজনিত নানা রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে। এ অবস্থায় নীরবে ও নিরলসভাবে অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করে যাচ্ছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলার বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে এই ফাউন্ডেশন।
শনিবার (১০ জানুয়ারি) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ এলাকায় দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে প্রায় তিন হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। শিশু, নারী ও বয়স্কসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই বিনামূল্যের সেবার আওতায় আসেন।
মেডিকেল ক্যাম্পে রোগ নির্ণয়, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, সাধারণ চিকিৎসা ও পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়। দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত গ্রামবাসীরা এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
এই স্বাস্থ্যসেবা কার্যক্রম মোট ১০টি বিভাগে পরিচালিত হয়। বিভাগগুলো হলো– মেডিসিন, সার্জারি, গাইনী ও অবস, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা (ইএনটি), ডেন্টাল, চর্ম ও যৌন রোগ (স্কিন অ্যান্ড ভিডি), চক্ষু এবং শিশু ও নবজাতক বিভাগ। প্রতিটি বিভাগে দুইজন করে কনসালট্যান্ট চিকিৎসক সেবা দেন এবং তাদের সহায়তায় দুই থেকে তিনজন করে সেবিকা দায়িত্ব পালন করেন। পাশাপাশি হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন ও মার্কেটিং বিভাগের অর্ধশতাধিক কর্মী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।
এই ক্যাম্প থেকে উপকৃত হচ্ছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর, নারী-শিশু ও বয়স্করা। চিকিৎসা ব্যয় বহন করতে না পারা মানুষের জন্য এই বিনামূল্যের সেবা আশীর্বাদ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন নিয়মিত মানবিক এসব কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যা সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. বোরহান উদ্দিন আহমেদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক, ডেন্টাল সার্জন ডা. কুদরত-ই-হাসান, সহকারী অধ্যাপক ডা. জেসমিন আরেফিনসহ সংশ্লিষ্টরা।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নেওয়া যেসব রোগীর অপারেশন প্রয়োজন হবে, তারা মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০ শতাংশ, প্যাথলজি পরীক্ষায় ৩৫ শতাংশ এবং সাধারণ বেড চার্জে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর