বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির মা এবং পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জামালের মমতাময়ী মায়ের জানাজা সম্পন্ন হয়েছে।
এর আগে গতকাল সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি, জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, জামায়াতে ইসলামীর বরগুনা-২ আসনের প্রার্থী ডা. সুলতান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নজরুল ইসলাম কাসেমীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর