টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর কয়েকটি ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ করেছে বাংলাদেশ। এ বিষয়ে দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে বোর্ডটি স্পষ্ট করে জানিয়েছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিসিআইয়ের নেই; সিদ্ধান্ত নেবে আইসিসি।
ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা ইস্যু তুলে ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন গোষ্ঠীর চাপের মুখে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিসিসিআই পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে সেই নির্দেশনা অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজকে দল থেকে অব্যাহতি দেয়।
এই ঘটনার পর বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং আইসিসিকে অনুরোধ জানায়, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচগুলো আয়োজনের বিষয়টি বিবেচনার জন্য। বর্তমানে বিষয়টি নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে ইমেইলের মাধ্যমে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। টুর্নামেন্ট শুরু হতে মাত্র এক মাসেরও কম সময় থাকায় সিদ্ধান্ত নিয়ে সময়ের চাপ বাড়ছে। আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হওয়ার কথা।
এদিকে শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের মুম্বাইয়ে বিসিসিআইয়ের বৈঠক শেষে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “এই বিষয়টি বিসিসিআইয়ের অধীনে নয়। বৈঠকটি ছিল বিভিন্ন ইভেন্টের সমন্বয় ও অন্যান্য ক্রিকেট সংক্রান্ত বিষয় নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং ভেন্যু সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিই নেবে।”
সাজু/নিএ
সর্বশেষ খবর