আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনীসহ ১৬ বিভাগ, সংস্থার সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেয় ইসি। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৈঠকসূত্র জানায়, নির্বাচনী পরিবেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে কমিশন। এ লক্ষ্যে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিমসহ সংশ্লিষ্ট কমিটিগুলোকে আরও সক্রিয়ভাবে মাঠে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের প্রতিনিধি, বর্ডার গার্ডের মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টিলিজেন্স (ডি জিএ ফআই) মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) মহপরিচালক, র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছিলেন।
আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর