সিরাজগঞ্জের শাহজাদপুরে ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে শিশুদের ঝগড়ার জেরে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদেরকে শাহজাদপুর এবং পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। উভয় পক্ষ হাসুয়া, দা, ফালা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় এক গ্রুপ আরেক গ্রুপের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় উভয় পক্ষের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষের সময় পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় দুই পক্ষের নেতৃত্বে ছিলেন জিয়ারুল ফকির এবং মাহফুজ সরকার। গতকাল শনিবার রাতে গ্রামের একটি ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে মঞ্জু সরকারের ১৩ বছর বয়সী সন্তান নিরবের সাথে ইউসুফ ফকিরের ১৫ বছর বয়সী পুত্র শিমুলের ঝগড়া হয়। এ নিয়ে রাতেই নিরব এবং শিমুলের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। বিষয়টি দুই পক্ষের অভিভাবকরা জানার পর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্রামের সরকার গ্রুপ এবং ফকির গ্রুপের অন্তত ৫শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্তশস্ত্র নিয়ে রবিবার সকাল ১০ টায় সংঘর্ষে জড়ায়। ১১টা পর্যন্ত চলা এ সংঘর্ষে সরকার গ্রুপের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার, আরিফ সরকার এবং ফকির গ্রুপের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির, সাজেদা খাতুন, রাকিব ফকিরসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এদিন উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় উভয় পক্ষের ১০ টি বাড়িঘর ভাংচুর করা হয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, রবিবার সকালে তুচ্ছ ঘটনায় দুই পক্ষ সংঘর্ষে জড়ালে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে উভয় পক্ষের নেতাদের কাছ থেকে মারামারি করবেনা মর্মে মুচলেকা নিয়ে শান্ত করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্তরা আইনি সহযোগিতা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর