বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষভাবে মনোযোগী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত মা–বোনদের নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সচেতন এবং দলটি বিশ্বাস করে, আসন্ন সময়ে নারীদের একটি বড় অংশ জামায়াতকে তাদের প্রধান পছন্দ হিসেবে বেছে নেবে। ইতোমধ্যে এর কিছু ইতিবাচক লক্ষণও দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি অভিযোগ করেন, জামায়াতের প্রচারণার সময় বিভিন্ন স্থানে নারীরা নানা ধরনের বাধা ও প্রতিবন্ধকতার মুখে পড়ছেন।
ব্রিফিংয়ে জামায়াত আমির দেশবাসীর প্রতি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জামায়াত সংস্কারের পক্ষে অবস্থান করছে এবং গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমেই দেশবাসী সংস্কারের পক্ষে তাদের মতামত স্পষ্ট করতে পারে। দলীয় ভোট যাকে ইচ্ছা দেওয়া হলেও দেশের বৃহত্তর স্বার্থে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে বলে জামায়াত বিশ্বাস করে। জনগণের ওপর তাদের শতভাগ আস্থা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ওপর জোর দেন।
তিনি আরও বলেন, জামায়াতের বিশ্বাস- আগামী দিনে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং দেশকে নিরাপদ, দুর্নীতিমুক্ত ও সুশাসনভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর