ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে তৃতীয় দিনের শুনানিতে আপিল মঞ্জুর হয়েছে ৪১ জনের।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল আবেদনের শুনানি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে পুরো কমিশন।
শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, ৪১ টি আপিল মঞ্জুর হয়েছে। শুনানি হয়েছে ৭১টি আপিল আবেদনের। নামঞ্জুর হয়েছে ২৫টি আবেদন। একজন অনুপস্থিত ছিলেন। অপেক্ষমান আছে ৪টি আপিল।
এর আগে শনিবার ও রোববার ১০৯ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন অবৈধ হয়েছিলেন। এর মধ্যে আপিল করেছেন ৬৪৫ জন। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। এরপর প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুযারি)।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর