দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভোলা-১ (সদর) আসনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর। এর ফলে এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের একক প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গোলাম নবী আলমগীরের পক্ষে তাঁর আইনজীবী অ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম বাছেদ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।
রিটার্নিং কর্মকর্তা ও ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে আইনজীবীর মাধ্যমে গোলাম নবী আলমগীরের মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী আবেদনটি বৈধভাবে গ্রহণ করা হয়েছে। আবেদনপত্রে উল্লেখ করা হয়, গত ২৮ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেন, যা ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ১১ জানুয়ারি স্বাক্ষরিত আবেদনটি সোমবার আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়।
উল্লেখ্য, একই আসনে বিএনপির গোলাম নবী আলমগীর এবং জোটের শরিক দল বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ—উভয়ের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে চরম অস্থিরতা দেখা দেয়। দুই প্রার্থীর অনড় অবস্থানের কারণে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশেষে মনোনয়ন প্রত্যাহারের মাধ্যমে সেই রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এখন জোটের সব শক্তি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বিপক্ষে আরও পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওবায়দুল রহমান, এনসিপির মো. মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল এবং ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ আশ্রাফ আলী।
কুশল/সাএ
সর্বশেষ খবর